National

আশা জাগিয়ে আরও কমল সংক্রমণ, কমল মৃত্যুও

ভারতে দৈনিক সংক্রমণ টানা ২ দিন পড়ল। এদিন অনেকটা নেমেছে সংক্রমণ। এদিন দেশে ৪ হাজারের ঘর ছেড়ে নিচে নেমেছে মৃত্যুও।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশের দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ।

পর পর ২ দিন দেশে টানা নামল সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন।


এদিন ১৬ লক্ষ ৯৩ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় দেড় লক্ষের মত কমেছে নমুনা পরীক্ষা।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারের নিচে নেমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জন। দেশে এখন মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।


মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। এছাড়া দিল্লিতে ২৮৯ জনের, ছত্তিসগড়ে ১৭২ জনের, উত্তরপ্রদেশে ৩১১ জনের, কর্ণাটকে ৩৭৩ জনের, গুজরাটে ১০৪ জনের, রাজস্থানে ১৫৫ জনের, পঞ্জাবে ১৮০ জনের, উত্তরাখণ্ডে ১৮১ জনের, তামিলনাড়ুতে ২৮৮ জনের, হরিয়ানায় ১৬৪ জনের ও পশ্চিমবঙ্গে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৩১ হাজার ৯১ জন। দেশে এখন কমে ১৫.০৭ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে উঠেছেন বেশি মানুষ। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৮৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button