National

২১ এপ্রিলের পর ৩ লক্ষের নিচে দৈনিক সংক্রমণ

ভারতে দৈনিক সংক্রমণ টানা ৪ দিন পড়ল। যা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে। ২১ এপ্রিলের পর এদিন ফের দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের নিচে নামল।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। পর পর ৪ দিন দেশে টানা নামল সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ২১ এপ্রিলের পর ফের ৩ লক্ষের নিচে নেমেছে। সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন।


এদিন ১৫ লক্ষ ৭৩ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৩ লক্ষের মত কমেছে নমুনা পরীক্ষা। এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারের ওপরেই রয়েছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০ জন। দেশে এদিন মৃত্যুর হার বেড়েছে। বহুদিন পর দেশে মৃত্যুর হার বাড়তেও দেখা গেল। ১.০৯ শতাংশ থেকে বেড়ে মৃত্যুর হার হয়েছে ১.১০ শতাংশ।


মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৯৭৪ জনের। এছাড়া দিল্লিতে ২৬২ জনের, ছত্তিসগড়ে ১৪৪ জনের, উত্তরপ্রদেশে ৩০৮ জনের, কর্ণাটকে ৪০৩ জনের, রাজস্থানে ১৫৬ জনের, পঞ্জাবে ২০২ জনের, উত্তরাখণ্ডে ১৮৮ জনের, তামিলনাড়ুতে ৩১১ জনের, হরিয়ানায় ১৩৯ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। ১ লক্ষের ওপর কমেছে অ্যাকটিভ রোগী। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ১ হাজার ৪৬১ জন। দেশে এখন কমে ১৪.০৯ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে উঠেছেন বেশি মানুষ। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৮১ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button