National

বিয়ের আসর থেকে বেপাত্তা বর, অভিনব পদক্ষেপ কনের

বিয়ের আসরে এসেছিলেন বর। বিয়েতে বসার অপেক্ষা। তখনই দেখা গেল বর নেই। এই খবর পাওয়ার পর এক চমক দেওয়া পদক্ষেপ করলেন কনে।

বিয়ের আসর সাজানো। বর ও বরযাত্রীও লগ্নের আগেই উপস্থিত হয়েছেন। ফলে কনের পরিবার অনেকটা নিশ্চিন্ত। ‘জামাইরাজা’ ও বরযাত্রীও খুশিতে ডগমগ। সব মিলিয়ে বিয়ে বাড়িত আনন্দে কোনও খামতি ছিলনা।

একসময় বিয়েতে বার সময় হয়। বরকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে আসেন কনের বাড়ির লোকজন। কিন্তু কোথায় বর? বর তো কোথাও নেই।


প্রথমে চারপাশ খুঁজে দেখেন সকলে। কিন্তু বর নেই। এমনকি বরযাত্রীও অবাক। কখন যে বর বেপাত্তা হয়ে গেল তা তাঁরাও বুঝে উঠতে পারছেন না।

কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কনের পরিবার জানতে পারে বর হারিয়ে যায়নি, বরং ইচ্ছে করেই সে পালিয়েছে।


কনের পরিবারের হাসি আনন্দ নিমেষে উধাও হয়ে যায়। মনে লগ্নভ্রষ্টা হওয়ার আতঙ্ক পেয়ে বসে তাঁদের। বর যে বেপাত্তা সে খবর পৌঁছয় কনের কানেও।

হয়তো বরকে খুঁজে বার করার সময়টা নেওয়া যেত। বিয়ে পিছিয়েও দেওয়া যেত। কিন্তু সেসব রাস্তায় না হেঁটে কনে হাঁটলেন একদম অন্য রাস্তায়। আর কনের সেই রাজি হওয়ায় সায় দিলেন বরযাত্রী হয়ে আসা একজন।

কনে বিয়ের মণ্ডপে এসে সাফ জানিয়ে দেন তাঁর বিয়ে ওই লগ্নেই হবে। আর বর নেই তো কী! তিনি সেক্ষেত্রে বরযাত্রীরই কাউকে বিয়ে করবেন।

এই অফারটা অবশ্য বরযাত্রীর এক সদস্যের কাছ থেকেও এসেছিল। এরপর কনের পরিবার এক যুবককে বেছে নেয়। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে।

পরিবারও রাজি হওয়ায় ওই মণ্ডপেই সেই যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় কনের। ঘটনাটি ঘটেছে কানপুরের মহারাজপুর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button