National

দৈনিক সংক্রমণ বাড়ল, মৃত্যু ছুঁল রেকর্ড উচ্চতা

ভারতে দৈনিক সংক্রমণ টানা ৫ দিন নামার পর ফের এদিন কিছুটা বাড়ল। অন্যদিকে চিন্তা বাড়িয়ে দৈনিক মৃত্যু এদিন পৌঁছে গেছে নয়া উচ্চতায়।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে ভারতে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ।

পর পর ৫ দিন দেশে টানা নামেও সংক্রমণ। কিন্তু এদিন ফের সেই ধারা ব্যাহত হল। বাড়ল সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০ জন।


এদিন ২০ লক্ষ ৮ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় দেড় লক্ষের মত বেড়েছে নমুনা পরীক্ষা। এদিকে দেশে গত একদিনে মৃত্যু রেকর্ড গড়েছে। সাড়ে ৪ হাজারের গণ্ডিও পার করে গেল দৈনিক মৃত্যু।

দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮ জন। দেশে মৃত্যুর হার ফের বাড়ল। ১.১০ শতাংশ থেকে বেড়ে হল ১.১১ শতাংশ।


মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ২৯১ জনের। এছাড়া দিল্লিতে ২৬৫ জনের, ছত্তিসগড়ে ১৫৩ জনের, উত্তরপ্রদেশে ২৫৫ জনের, কর্ণাটকে ৫২৫ জনের, রাজস্থানে ১৪৬ জনের, পঞ্জাবে ২৩১ জনের, তামিলনাড়ুতে ৩৬৪ জনের, হরিয়ানায় ১২৪ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯ জন। দেশে এখন কমে ১২.৬৬ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.২৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button