ঝাঁসিতে একটি জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বস্ত করেছিলেন রাজ্যের কোনও মানুষ খালি পেটে শুতে যাবেন না। সেকথা মাথায় রেখে উত্তরপ্রদেশে সরকারি উদ্যোগে চালু হতে চলেছে সস্তায় পুষ্টিকর খাবারের রেস্তোরাঁ ‘অন্নপূর্ণা ভোজনালয়’। যেখানে ৩ টাকায় মিলবে ব্রেকফাস্ট। ৫ টাকায় দুপুর ও রাতের খাবার। তাও পেট ভরে।
সূত্রের খবর, ব্রেকফাস্টের মেনুতে থাকতে চলেছে ইডলি-সম্বর, ডালিয়া, পোহা এবং চায়ে-পকোড়া। দুপুরে বা রাতের মেনুতে থাকছে ভাত, রুটি, ডাল ও বিভিন্ন মরসুমি আনাজের তরকারি। খাদ্যের গুণগত মান ও যাতে সকলে ভরপেট খেতে পারেন তা দেখতে যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হবে। সরকারি উদ্যোগে উত্তরপ্রদেশ জুড়েই কিছুদিনের মধ্যেই দরিদ্রদের জন্য ছড়িয়ে পড়তে চলেছে ‘অন্নপূর্ণা ভোজনালয়’।