National

দেশে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না, হল রেকর্ড নমুনা পরীক্ষা

দেশে সংক্রমণ এদিনও কিছুটা কমল। কিন্তু মৃত্যু কমার নাম নিচ্ছে না। গত দিনের মত এদিনও দেশে একদিনে অ্যাকটিভ রোগী কমেছে লক্ষাধিক।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ।

পরপর ২ দিন বাড়ার পর এদিন ফের কমল সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন।


এদিন ২০ লক্ষ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। দেশে এদিন রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু কিন্তু কমেনি। দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন। দেশে মৃত্যুর হার ১.১২ শতাংশে রয়েছে।


মহারাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা এদিন রেকর্ড করেছে। মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৩ জনের। এছাড়া দিল্লিতে ২৫২ জনের, উত্তরপ্রদেশে ১৭২ জনের, কর্ণাটকে ৩৫৩ জনের, রাজস্থানে ১২৯ জনের, পঞ্জাবে ১৭২ জনের, তামিলনাড়ুতে ৪৬৭ জনের, অন্ধ্রপ্রদেশে ১০৪ জন, হরিয়ানায় ১১২ জনের ও পশ্চিমবঙ্গে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ৪ হাজার ৫২৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। দেশে এখন কমে ১১.১২ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button