করোনায় হাসপাতালে ভর্তিতে বিশ্বে ভারতই সবার উপরে
করোনা সংক্রমিত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় ভারত গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিশ্বে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় খতিয়ানে ভারতই সবার উপরে।
করোনার প্রথম ঢেউ যখন আসে তখন আমেরিকা, ব্রাজিল ছারখার হয়ে যাচ্ছিল। ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছিল ইতালি, স্পেন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলি।
বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। হাসপাতালে জায়গা মিলছিল না। কিন্তু সেসব হিসাব নস্যাৎ হয়ে গেল ভারতের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় হাসপাতালে ভর্তির খতিয়ানে।
পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ৭ জন করোনা সংক্রমিতের মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। যা মোট সংক্রমিতের ১৪ শতাংশ।
১৪ শতাংশ সংক্রমিত ভারতে যেখানে হাসপাতালে ভর্তি হচ্ছেন সেখানে পশ্চিমী দেশগুলির পরিসংখ্যান তুলনায় অনেক কম।
পশ্চিমী দেশগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোট সংক্রমিতের ৫ থেকে ১০ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। যা ভারতের সাপেক্ষে অনেক কম। যদিও গত ডিসেম্বরে আমেরিকায় হাসপাতালে ভর্তি ছিলেন সে দেশের করোনা আক্রান্ত ১৫ শতাংশ মানুষ।
ভারতে এখন পরিস্থিতি কার্যত ভয়ানক। যদিও সংক্রমণ সামান্য কমায় মূলত উত্তর ভারতে হাসপাতালে বেড ভর্তি ৬৫ শতাংশে নেমেছে। অবশ্য সেটা উত্তর ভারতে।
দক্ষিণ ভারতে এই ছবি এখনও ভয়ানক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাস এক নয়া চিন্তার জন্ম দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা