National

এক চুবড়ি নিমপাতায় ঢাকা মুখে যুবকের ছবি ভাইরাল

এক চুবড়ি নিমপাতা মুখে লাগিয়ে ঘুরছেন এক যুবক। যাঁকে দেখে হতবাক হয়ে যাচ্ছেন মানুষজন। যুবকের দাবি এতেই দূরে থাকবে করোনা।

করোনা তাড়াতে এখন নিজের মত করে অনেকেই ব্যবস্থা করে নিচ্ছেন। এমনকি বিশ্বাসও করছেন তাতে করোনা তাঁদের কাছে ঘেঁষতে পারবেনা।

যদিও এমন ঘরোয়া অনেক টোটকারই কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবু বিশ্বাস থেকে এমনভাবেই করোনা তাড়াতে ব্যস্ত অনেকে।


উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকার বাসিন্দা মহেন্দ্র সিং নামে এক যুবক এমনই এক মাস্ক তৈরি করেছেন। যা সত্যিই এক আবিষ্কার নাকি ভিত্তিহীন দাবি তা নিয়ে বড় একটা চিন্তিত নয় সোশ্যাল মিডিয়া। বরং তাঁর সেই মাস্ক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মহেন্দ্র সিং একটি চুবড়ির মত জিনিসে প্রচুর পরিমাণে নিম পাতা জড়ো করেছেন। তারপর সেই চুবড়ি মাস্কের মত পরে ফেলছেন ২ কানে লাগিয়ে।


তাঁর দাবি এক চিকিৎসকই নাকি তাঁকে এমনটা করতে বলেছেন। তাঁর বিশ্বাস তাঁর এই ‘অ্যান্টিসেপটিক মাস্ক’ করোনাকে তাঁর থেকে দূরে রাখবে।

এই বিশ্বাস থেকে মহেন্দ্র সিং প্রতিদিন সকালে এই মাস্ক পরে ফেলছেন মুখে। তারপর সারাদিন তাঁর মুখে এই মাস্ক থাকছে। প্রতিদিনই সকালে তাজা নিমপাতা দিয়ে ভরে ফেলেন ওই চুবড়ির মত দেখতে মাস্ক। তারপর মুখে লাগিয়ে নেন।

এই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর শেয়ার করতেই তাঁর এই আজব মাস্কে ঢাকা মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button