National

আরও নামল দৈনিক সংক্রমণ, ৪৫ দিনে সর্বনিম্ন

আরও নেমে গেল দেশের দৈনিক সংক্রমণ। ৪৫ দিনে সবচেয়ে নিচে নামল সংক্রমণ। এদিন দৈনিক মৃত্যু সামান্য হলেও কমেছে। অ্যাকটিভ রোগী লক্ষাধিক কমেছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। এদিন দৈনিক সংক্রমণ ৪৫ দিনের মধ্যে সবচেয়ে নিচে নামল।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭ জন।


এদিন ২০ লক্ষ ৮০ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু সামান্য কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৫১২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে আছে ১.১৬ শতাংশে।


এদিন মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯৭৩ জনের। এছাড়া দিল্লিতে ১৩৯ জনের, উত্তরপ্রদেশে ১৫৪ জনের, কর্ণাটকে ৪০১ জনের, কেরালায় ১৯৪ জনের, পঞ্জাবে ১৭৬ জনের, তামিলনাড়ুতে ৪৮৬ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ১৪ হাজার ৪২৮ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। দেশে এখন কমে ৮.০৪ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button