National

ভাঙছে সপা, মুলায়মকে সামনে রেখে নতুন দল গড়ছেন শিবপাল

চিড়টা ধরেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরাকে কেন্দ্র করে। ভোটে সমাজবাদী পার্টির শোচনীয় হারের পর সেই চিড় ফাটল হয়ে দু’টুকরো করে দিল সমাজবাদী পার্টিকে। বাপ-ছেলের লড়াইয়ে ছোটা একটা দলই দুই ভাগে ভাগ হয়ে গেল। এদিন মুলায়ম সিং যাদবের ভাই তথা অখিলেশ বিরোধী হিসাবে পরিচিত শিবপাল যাদব নতুন দলের কথা ঘোষণা করেছেন। নতুন দলের নাম হচ্ছে সমাজবাদী সেকুলার মোর্চা, ছোটো করে ‘সার’। সার মাথা হচ্ছেন মুলায়ম সিং যাদব। মুলায়মের হাতে তৈরি সমাজবাদী পার্টি ২০১২ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর ছেলে অখিলেশকে মুখ্যমন্ত্রীর পদ সামলাতে দেন মুলায়ম। সেই অখিলেশের সঙ্গে খটাখটি লাগে কাকা শিবপালের। তাঁকে পদ থেক সরিয়ে দিয়ে গরম লোহায় হাতুড়িটা মেরে দেন অখিলেশ যাদব। এতে মুলায়ম প্রবল ক্ষুণ্ণ হন। প্রকাশ্যেই অখিলেশের বিরোধিতা করেন। বিষয়টা আরও ভয়ংকর চেহারা নেয় অখিলেশের কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ার সিদ্ধান্তে। যা বাবা মুলায়মের একেবারেই নাপসন্দ ছিল। দলের সুপ্রিমো হিসাবে অখিলেশকে অন্ধকারে রেখেই শিবপালকে পাশে নিয়ে ২০১৭ নির্বাচনের আগে দলের প্রার্থী তালিকাও ঘোষণা করে দেন মুলায়ম। পরে পাল্টা একটি প্রার্থী তালিকা প্রকাশ করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অখিলেশ। সামনে এসে পড়ে বাপ-ছেলের দ্বন্দ্ব। পরে দলের রাশ কার হাতে থাকবে তা ঠিক করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন দুই পক্ষ। যেখানে অখিলেশকেই সমাজবাদী পার্টির প্রতীক দেওয়া হয়। দলের সংখ্যাগরিষ্ঠের পছন্দে অখিলেশই নির্বাচিত হন সমাজবাদী পার্টির সুপ্রিমো। এরপর ভোটে বিপর্যয়। এতদিন চুপ থাকলেও এবার কিন্তু ফের ভাই শিবপালকে পাশে নিয়ে নিজমূর্তি ধারণ করতে চাইছেন মুলায়ম সিং যাদব। এটা অখিলেশের জন্যও চিন্তার। কারণ কানাঘুষো হল শিবপাল যাদব দাদা মুলায়মকে প্রধান করে নতুন দল গঠনের পরই অখিলেশ শিবির ছেড়ে ফের মুলায়মের দিকে ঘেঁষতে পারেন অনেক পুরনো সপা নেতা।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button