টিকা নেবেন না, ৫ ঘণ্টা ঝোপের পিছনে লুকিয়ে রইলেন বৃদ্ধা
কিছুতেই তিনি টিকা নেবেন না। যাতে তাঁকে পরিবারের লোকজন জোর করে করোনা টিকা দিতে না পারেন সেজন্য ৫ ঘণ্টা ঝোপের পিছনে লুকিয়ে রইলেন বৃদ্ধা।
দেশে টিকার অপ্রতুলতা রয়েছে। চাইলেই টিকা মিলছে না এখনও। তবু তারমধ্যেই টিকাকরণও চলছে। অনেক গ্রামেও টিকাকরণ চলছে। বহু মানুষ এখন টিকা নিতে চাইছেন। ফলে টিকাকরণ কেন্দ্রগুলিতে উপচে পড়ছে ভিড়।
অথচ এর মধ্যেও দেশের জনগণের একটা অংশ এখনও টিকা নিতে রাজি নন। আগেই দেখা গেছে টিকা নেওয়া থেকে পালাতে নদীতে নেমে গিয়েছিলেন একটি গ্রামের মানুষজন। এবার সামনে এল এক বৃদ্ধার কাহিনি।
তাঁকে পরিবারের লোকজন টিকা দিতে টিকাকরণ কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি টিকা দেওয়ার আগেই সেখান থেকে কোনওভাবে পালিয়ে যান। তারপর একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়েন।
স্থির হয়ে সেখানে পড়ে ছিলেন ৭০ বছরের বৃদ্ধা। অনেকে তো তাঁকে মৃতা বলেও মনে করেন। ৫ ঘণ্টা ওভাবে লুকিয়ে থাকার পর তাঁর খোঁজ পান পরিবারের সদস্যরা।
ধরা পড়ে গিয়ে হাতজোড় করে পরিবারের সামনে আকুতি মিনতি করতে থাকেন বৃদ্ধা। তাঁর স্থির বিশ্বাস যে টিকা নিলেই তাঁর মৃত্যু হবে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার বাগেলো কা খেড়া গ্রামে। গ্রামের বাসিন্দা ৭০ বছরের ধাপু বাঈ গেমাতি-কে এরপর গ্রামের সরপঞ্চ এসে বোঝানোর চেষ্টা করেন।
বৃদ্ধাকে প্রথমে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য অনেক বোঝানোর পর তিনি টিকা নিতে রাজি হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা