৫০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমছে মৃত্যুও
আরও নেমে গেল দেশের দৈনিক সংক্রমণ। যা দেশের মানুষর স্বস্তি ক্রমশ বাড়াচ্ছে। ৫০ দিনে সর্বনিম্ন হয়েছে এদিনের সংক্রমণ। এদিন দৈনিক মৃত্যুও কিছুটা কমেছে।
দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই হচ্ছেও। এখন প্রতিদিনই দেশবাসীকে স্বস্তি দিয়ে একটু একটু করে নিচে নামছে দৈনিক সংক্রমণ।
এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ জন।
এদিন ১৬ লক্ষ ৮৩ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৪ লক্ষ কমেছে।
দেশে গত একদিনে মৃত্যুও কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.১৭ শতাংশে।
মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৮১৪ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১৩৮ জনের, কর্ণাটকে ৪৯২ জনের, কেরালায় ১৮৬ জনের, পঞ্জাবে ১২৭ জনের, তামিলনাড়ুতে ৪৯৩ জনের ও পশ্চিমবঙ্গে ১৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৮৮ হাজার ৪১৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন। দেশে এখন কমে ৭.২২ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯১.৬০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা