গাড়িকে ধার দেওয়া নিয়ে গণ্ডগোল। আর তার জেরেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করল জেডিইউ বিধায়কের ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায়। রাতে বন্ধুদের নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল বিহারের জেডিইউ এমএলসি মনোরমা দেবীর ছেলে রকি যাদব। সে সময় তাদের পাশ কাটানোর চেষ্টা করে স্থানীয় এক ব্যবসায়ীর ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব। কিন্তু তাকে পাশ দিতে নারাজ রকি। ফলে চলন্ত গাড়ি থেকেই শুরু হয় দু’পক্ষে বচসা, গালিগালাজ। আদিত্যর সঙ্গে গাড়িতে থাকা তার এক বন্ধুর দাবি, রকির গাড়িতে কমান্ডো পোশাক পরা এক ব্যক্তি ছিল। সে চলন্ত গাড়ি থেকেই গুলি চালাচ্ছিল। পরে রকি তার রিভলভার থেকে আদিত্যকে লক্ষ করে পরপর গুলি চালায়। মৃত্যু হয় আদিত্যর। ঘটনায় রকি যাদব ও তার বাবা বিন্দি যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। বিন্দির দাবি, পাশ দেওয়া নিয়ে কথা কাটাকাটির পর তার ছেলের গাড়ির সামনে এনে নিজের ল্যান্ড রোভার দাঁড় করিয়ে দেয় আদিত্য। তারপর গাড়ি থেকে নেমে রকিকে টেনে বার করে মারতে শুরু করে। সেইসময় নিজের লাইসেন্স থাকা রিভলভার বার করে আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় রকি। সেই গুলিতে দুর্ভাগ্যবশত মৃত্যু হয় আদিত্যর। এদিকে জেডিইউ এমএলসি ছেলের এই কীর্তির কথা ছড়িয়ে পড়তেই গয়া জুড়ে বিক্ষোভ দানা বেঁধেছে। দলও বেগতিক বুঝে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে সাফ জানিয়ে দিয়েছে যারা আইন নিজের হাতে নেয় তাদের পাশে দল নেই।
Read Next
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 17, 2024
হাতেগোনা দেশের তালিকায় ভারতীয় প্রতিরক্ষা, ঐতিহাসিক উচ্চতায় দেশের গৌরব
November 17, 2024
ব্রেন অপারেশন চলাকালীন গিটার বাজালেন রোগী, ভারতের মুকুটে নতুন পালক
Related Articles
Leave a Reply