রাসায়নিকের কন্টেনার থেকে গ্যাস লিক করায় হাসপাতালে ভর্তি করতে হল একটি স্কুলের প্রায় ৩০০ ছাত্রীকে। বেশ কয়েকজন শিক্ষিকাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত গ্যাসে প্রত্যেকেরই চোখে সমস্যা হচ্ছিল। বেশ কয়েকজন ছাত্রী স্কুলের মধ্যে অজ্ঞানও হয়ে যায়। সূত্রের খবর, প্রতিদিনের মত শনিবারও দিল্লির তুঘলকাবাদ এলাকার রানি ঝাঁসি সর্বোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছিল। সেইসময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রাসায়নিকের কন্টেনার থেকে বিষাক্ত গ্যাস লিক করে। তা স্কুলের ক্লাসরুমে পৌঁছতেই ছাত্রীদের চোখ জ্বলতে সুরু করে। নিঃশ্বাসেও কিছু সমস্যা দেখা দেয়। দ্রুত সেখানে পৌঁছয় অ্যাম্বুলেন্স। অসুস্থ ছাত্রী ও শিক্ষিকাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঠিক কী কারণে গ্যাস লিক করেছে তা এখনও অজানা। স্কুল আপাতত ছুটি। স্কুলে পরীক্ষা চলছিল। তাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।