দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বলা ভাল গত দিনের সঙ্গে প্রায় একই জায়গায় রয়ে গেল ২টি সংখ্যাই। নমুনা পরীক্ষাও এদিন কিছুটা কমেছে।
দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই প্রতিদিন দেখা যাচ্ছে।
টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কাও খাচ্ছে। কিছুটা বাড়ছে সংক্রমণ। এদিন অবশ্য সামান্য হলেও কমেছে সংক্রমণ।
এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন।
এদিন ২০ লক্ষ ৭৫ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে।
এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৩ হাজারের নিচে রয়ে গেছে। বরং মৃত্যু গত দিনের সাপেক্ষে কিছুটা কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.১৯ শতাংশে।
মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৬৪৩ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১০৮ জনের, কর্ণাটকে ৫১৪ জনের, কেরালায় ১৫৩ জনের, তামিলনাড়ুতে ৪৬০ জনের ও পশ্চিমবঙ্গে ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৭৭ হাজার ৪২০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। দেশে এখন কমে ৫.৭৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ০৭ হাজার ৭১ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০৮ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা