১৭ বছর ধরে হাতে লিখে নিজের সংবাদপত্র চালাচ্ছেন সাংবাদিক
হাতেই লিখে ফেলেন একটা সংবাদপত্র। তাঁর নিজের সংবাদপত্র। এক আধ দিন নয়, ১৭ বছর ধরে এইভাবেই নিজের সংবাদপত্র চালাচ্ছেন তিনি।
সংবাদ পরিবেশনের প্রতি অমোঘ টান, নিজের বক্তব্যকে তুলে ধরার প্রবল ইচ্ছা আর কাজটার প্রতি ভালবাসা না থাকলে ১৭টা বছর টানা এভাবে একজন মানুষ হাতে লিখে সংবাদপত্র হয়তো চালাতে পারতেন না।
অবাক হওয়ার মত বিষয় হলেও এটাই সত্যি যে আজ ৫০ বছরের কোটার শেষ প্রান্তে পৌঁছেও একইভাবে নিজের সংবাদপত্র বিদ্যা দর্শন চালিয়ে যেতে পারতেন না দীনেশ।
নিয়ম করে প্রতিদিন তিনি সকালে আর্ট পেপারের ওপর হাতে লিখতে শুরু করেন সংবাদ। বিভিন্ন সংবাদ থাকে সেখানে। রাজনৈতিক সংবাদ কম।
তবে তাঁর চারপাশের ঘটনা, সেসব ঘটনার বিস্তারিত দিক তুলে ধরার চেষ্টা করেন দীনেশ। পছন্দ করেন নিজের বক্তব্য, ভাবনা, দৃষ্টিকোণ তুলে ধরতে তাঁর লেখায়।
একটা সংবাদপত্র হাতে লিখে ফেলতে তাঁর ৩ ঘণ্টার মত সময় লাগে। আজকের এই ডিজিটাল দুনিয়ায় দীনেশ আজ পর্যন্ত নিজের সংবাদপত্র ছাপাতে পারেননি। সে অর্থ তাঁর নেই। আছে যেটা সেটা হল সংবাদের প্রতি অমোঘ টান।
দীনেশ সংবাদপত্র লেখার পর তার কয়েকটি জেরক্স করে ফেলেন। তারপর নিজের ভাঙাচোরা সাইকেল নিয়ে শহরের বিভিন্ন কোণায় পৌঁছে যান। সেখানে নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেঁটে দেন তাঁর বিদ্যা দর্শন পত্রিকা।
তবু যদি বোঝা যেত তা করে দিনের শেষে কটা পয়সা ঘরে আসে দীনেশের। বাস্তবে কিন্তু একটা পয়সাও সংবাদপত্র করে পান না দীনেশ। বরং নিজের পকেট থেকেই কিছু খসে।
সন্ধেবেলা আইসক্রিম বেচেন দীনেশ। তা দিয়েই তাঁর চলে যায়। সংবাদপত্রটাও টেনে নিয়ে যান। সকালটা তাঁর নেশা আর বিকেলটা পেশাকেই দিয়ে দিয়েছেন দেশের এই আপাত অচেনা সাংবাদিক।
দীনেশের প্রাণ ভরে যায় তখন যখন তিনি দেখেন তাঁর সংবাদপত্র কেউ দাঁড়িয়ে পড়ে দেখেন, সেখানে কি লেখা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা