স্যানিটাইজার তৈরির কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত ১৭, নিখোঁজ ১০
করোনাকালে স্যানিটাইজার বড় ভরসা। তাই তা বিকোচ্ছে হুহু করে। ফলে স্যানিটাইজার তৈরির কারখানাগুলিতে চলছে কাজ। তেমনই একটি ব্যস্ত কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১৭ জনের।
করোনা থেকে বাঁচতে যে ৩টি অবশ্য পালনীয় কর্তব্য বিষয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে তা হল মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার দিয়ে হাত সাফ করা।
তাই স্যানিটাইজার এখন বড় ভরসা। তাই তা বিকোচ্ছে হুহু করে। স্যানিটাইজার তৈরির কারখানাগুলিতে চলছে পুরোদমে কাজ। তেমনই একটি ব্যস্ত কারখানায় সোমবার আগুন লেগে যায়।
একের পর এক বিস্ফোরণ হতে থাকে কারখানায়। স্যানিটাইজার দাহ্য বস্তু। ফলে আগুন খুব দ্রুত গোটা কারাখানাকে গ্রাস করে। সে সময় অনেক শ্রমিক সেখানে কাজ করছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা।
পুনের পিরানগুট গ্রামে একটি বেসরকারি স্যানিটাইজার তৈরির কারখানায় পরপর বিস্ফোরণ। আগুনে মৃত্যু হয় ১৭ জনের। ১৭টি দেহ উদ্ধার হলেও ১০ জনের খোঁজ পাওয়া যায়নি।
মনে করা হচ্ছে আগুনে কারখানার মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে। কারখানাটির দরজা বন্ধ থাকায় এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় কেউই সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি।
আগুনে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। স্থানীয়রা জানান কয়েকজন পুরুষ কর্মী কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও মহিলা কর্মীরা বার হতে পারেননি।
কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল তদন্ত করে দেখছে আগুন লাগার আসল কারণ। সোমবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে রাত হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা