গরমে আমের টুকরো শরীর মন দুই একসঙ্গে জুড়িয়ে দেয়। নানা তার ধরণ। নানা তার নাম। নানা তার স্বাদ। এবার সেই আমের নামের তালিকায় যোগ হতে চলেছে আরও একটি আম। নাম ‘যোগী আম’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে এই নতুন প্রজাতির আমের নাম দিয়েছেন লখনউয়ের বাসিন্দা হাজি কলিমুল্লা।
আম ফলিয়ে পদ্মশ্রী পাওয়া এই ৭৪ বছরের আম চাষি মালিহাবাদ এলাকায় দশেরি আমের একটি ধরণ হিসাবে এই নয়া আমের জন্ম দিয়েছেন। আপাতত কাঁচা অবস্থায় গাছে ঝুলছে যোগী আম। পাকলে বোঝা যাবে তার স্বাদ কেমন। তবে স্বাদ যে মন্দ হবে না তা আগে থেকেই আশ্বস্ত করেছেন পদ্মশ্রী হাজি কলিমুল্লা।
এর আগেও নয়া ধরণের আম ফলিয়ে তার কোনওটার নাম নরেন্দ্র মোদীর নামে, কোনওটার নাম ঐশ্বর্যা রাইয়ের নামে তো অন্য আম অন্য কোনও সেলিব্রিটির নামে রেখেছেন কলিমুল্লা। এবার সেই তালিকায় যুক্ত হল যোগী আদিত্যনাথের নাম। আপাতত যোগী আম পাকার অপেক্ষায় দিন গুনছেন সকলে। হয়তো স্বয়ং যোগী আদিত্যনাথও।