National

টিকা দিতে নয়া উদ্যোগ গোলাপি বুথ

টিকাকরণ সারা দেশেই চলছে। টিকার যোগান পর্যাপ্ত সব জায়গায় না থাকলেও টিকাকরণ বন্ধ নেই। এরমধ্যেই এবার টিকা দেওয়ার জন্য এল বিশেষ গোলাপি বুথ।

টিকার যোগান নিয়ে যেমন কিছু প্রশ্ন উঠছে, তেমনই টিকাকরণও চলছে। সব টিকাকরণ কেন্দ্রে এখন গেলেই টিকা পাওয়া যাবে এমন পরিস্থিতি নয়।

অনেক সময় সেখানে টিকার যোগানও থাকছে না। প্রথম ডোজ অনেক জায়গায় নেই। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর সোমবারের বক্তব্যের পর হয়তো এবার যোগান কিছুটা বাড়তে চলেছে। এরমধ্যেই অবশ্য দেশের একটি রাজ্যে শুরু হল গোলাপি বুথ।


বিশেষ গোলাপি বুথ তৈরি করা হয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। তাঁদেরই সেখানে টিকাকরণ হবে। উত্তরপ্রদেশে এই গোলাপি বুথ তৈরি করা হয়েছে।

প্রায় ১৫০টি এমন গোলাপি বুথ সারা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে। প্রতি জেলায় কমপক্ষে ২টি করে বুথ তৈরি করেছে যোগী আদিত্যনাথ সরকার।


উত্তরপ্রদেশ সরকার চেষ্টা করছে যাতে এমন বুথ আরও বাড়িয়ে প্রতিটি জেলা হাসপাতালেও একটি করে করা যায়। এমনকি প্রতি তহসিলেও একটি করে বুথ করার কথা মাথায় রেখেছে সরকার।

উত্তরপ্রদেশ সরকার চাইছে যত দ্রুত সম্ভব রাজ্যের প্রতিটি মহিলাকে টিকাকরণ করতে। এমনিতেই উত্তরপ্রদেশ সরকার ১ কোটি মানুষকে এই মাসে টিকা দেওয়ার একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

মহিলাদের জন্য আলাদা বুথ করে সেখানে তাঁদের টিকাকরণ মহিলাদের মধ্যেও উৎসাহ বাড়াবে টিকা নেওয়ার ক্ষেত্রে। অন্যদিকে সাধারণ টিকাকরণ কেন্দ্রগুলিতে মহিলাদের ভিড় কম হবে। তাতে সেখানেও টিকাকরণ গতি পাবে।

এদিকে এমন গোলাপি বুথের পরিকল্পনা অন্য রাজ্যগুলিও করে কিনা তা এখন দেখার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button