National

মহারাষ্ট্রে একদিনে রেকর্ড মৃত্যু, সংক্রমণ সামান্য কমল দেশে

যে গতিতে দৈনিক সংক্রমণ দেশে নামছিল তা থমকে গেছে। এদিন অবশ্য গত দিনের তুলনায় সামান্য নেমেছে সংক্রমণ। তবে মহারাষ্ট্রে রেকর্ড মৃত্যু হয়েছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

যদিও দৈনিক সংখ্যাটা ১ লক্ষের নিচে নেমেছে। তবে যে গতিতে সংক্রমণ দিনে দিনে নামছিল সেই গতি হারিয়ে গেছে। গতদিনের তুলনায় এদিন অবশ্য সংক্রমণ সামান্য কমেছে।


গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৯১ হাজার ৭০২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩ জন।

এদিন ২০ লক্ষ ৪৪ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে।


এদিকে দেশে আগের দিন মৃত্যু বিহারের হাত ধরে অস্বাভাবিক উচ্চতা ছুঁয়েছিল। বিহারে হাইকোর্টের নির্দেশে মৃত্যু সংখ্যার অডিট হওয়ার পর একদিনে ৭২ শতাংশ বাড়ে মৃতের সংখ্যা। তার হাত ধরে দেশে মোট মৃত্যু ৬ হাজারের ওপর পৌঁছয়।

এদিন অবশ্য সেই সংশোধন হওয়ার পর বিহারে মৃত্যু ফের ২ অঙ্কে নেমেছে। কিন্তু ২ হাজারের দরজায় পৌঁছে যাওয়া দৈনিক মৃত্যু ফের ৩ হাজার পার করেছে এদিন। কারণ সেই মহারাষ্ট্র।

কারণ মহারাষ্ট্রে মৃত্যু বাড়লে তা দেশের দৈনিক মৃত্যুর মোট সংখ্যাতেও প্রভাব ফেলছে। এদিন মহারাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের। তার হাত ধরে দেশে এদিন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জন। দেশে মৃত্যুর হার ১.২৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২৪ শতাংশে।

এদিকে মহারাষ্ট্র ছাড়া কর্ণাটকে ১৯৪ জনের, কেরালায় ১৯৪ জনের ও তামিলনাড়ুতে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যর দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৪৬ হাজার ২৮১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। দেশে এদিন ৪ শতাংশের নিচে নেমে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ৩.৮৩ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৯৩ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button