National

নদীতে ভেসে এল কাঠের বাক্সে দুধের শিশু

কথায় বলে রাখে হরি মারে কে! তার আরও একবার হাতেনাতে প্রমাণ মিলল। নদীতে ভেসে আসা একটি কাঠের বাক্স থেকে নাটকীয়ভাবে উদ্ধার হল এক দুধের শিশু।

গঙ্গায় নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছিলেন এক মাঝি। জলের স্রোতে ভেসে বেড়ানো নৌকায় অলসভাবেই বসে ছিলেন তিনি। গঙ্গার পাড়ের কাছেই ছিল নৌকাটি। এমন সময় গঙ্গা পাড়ের একটি কোণা থেকে শিশুর কান্নার হালকা শব্দ ভেসে আসে ওই মাঝির কানে।

ভাল করে কান পাততে তাঁর একদম পরিস্কার হয়ে যায় কাছেপিঠে কোনও শিশু কাঁদছে। আওয়াজ শুনে মাঝি খুঁজতে খুঁজতে দ্রুত পৌঁছে যান একটি কাঠের বাক্সের কাছে। বাক্সটি গঙ্গার পাড়ে এসে আটকে রয়েছে। তার থেকে ভেসে আসছে শিশুর কান্না।


বাক্সটি উদ্ধার করে তার ডালা খুলতেই চমকে যান ওই মাঝি। কাঠের বাক্সের মধ্যে একটি দোপাট্টায় মোড়া অবস্থায় শুয়ে কেঁদে চলেছে এক দুধের শিশু। কাঠের বাক্সের ভিতরটা নানা ঠাকুর দেবতার ছবিতে মোড়া।

দ্রুত খবর যায় পুলিশে। জানা গেছে শিশুটির বয়স ২২ দিন। এমন এক দুধের শিশুকে কে এভাবে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তা তদন্ত সাপেক্ষ। তবে শিশুটিকে উদ্ধার করে প্রথমে একটি শিশু কল্যাণ কেন্দ্র ও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে দাদরি ঘাটে। উত্তরপ্রদেশ সরকার ওই শিশুটির পুরো দায়িত্ব গ্রহণ করেছে। যেহেতু এই সদ্যোজাত কন্যাকে গঙ্গায় পাওয়া গিয়েছে তাই এর নাম রাখা হয়েছে গঙ্গা।

বুধবার শিশুটিকে উদ্ধারের পর তাকে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে সে ভাল আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button