
বিয়ে বাড়ির আনন্দ, হৈচৈ চলছিল পুরোদমে। সেই খুশির পরিবেশ এক লহমায় বদলে গেল হাহাকার আর আর্তনাদে। রাজস্থানের ভরতপুরের সেওয়ার রোডে গত বুধবার সন্ধেয় যখন বিয়ে বাড়িতে অতিথিদের ভিড় জমতে শুরু করে তখন আবহাওয়া ভালই ছিল। আচমকা প্রবল ঝড় ওঠে। ঝড়ের চোটে বিয়ে বাড়ির হৈচৈ লাটে ওঠে। ঝড় থেকে বাঁচতে শুরু হয় ছোটাছুটি। বিয়ে বাড়ি সংলগ্ন একটি উঁচু দেওয়ালের ধার ঘেঁষে আশ্রয় নেন বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের একাংশ। কিন্তু সেই আশ্রয়ই কেড়ে নিল তাঁদের প্রাণ। ঝড়ের দাপটে সেই দেওয়ালই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সকলের ওপর। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যান অনেকে। পরে স্তূপ সরিয়ে দেখা যায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা ২৫। এখনও আহত অবস্থায় ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।