National

দেশে ৮১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

দেশে এদিন আরও কমল দৈনিক সংক্রমণ। ৮১ দিনে সর্বনিম্ন হল দৈনিক সংক্রমণ। এদিকে কেরালা মৃত্যুর নিরিখে ১০০-র নিচে নেমেও ফের ১০০ পার করল।

দেশে এদিন আরও কমেছে দৈনিক সংক্রমণ। ৮১ দিন পর এতটা নিচে নামল একদিনে সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫৮ হাজার ৪১৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন।

এদিন ১৮ লক্ষ ১১ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ লক্ষ কমেছে।


এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা প্রায় গত দিনের মতই হয়েছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন। দেশে মৃত্যুর হার ১.২৯ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৮২ জনের। এছাড়া কর্ণাটকে ১৬১ জনের, কেরালায় ১১৫ জন ও তামিলনাড়ুতে ১৮০ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।


দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩০ হাজার ৭৭৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.৪৪ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ হাজার ৬১৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.২৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button