National

কামড়ে রোগীর গাল খাবলে দিল ইঁদুর, মৃত যুবক

হাসপাতালে ভর্তি রোগীর পাশে কুকুর, বিড়ালের উৎপাতের কথা আগেও শোনা গিয়েছিল। এবার রোগীর গালে কামড় বসাল ইঁদুর।

৩ দিন আগে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ২৪ বছরের যুবক শ্রীনিবাস ইয়েলাপ্পা। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। ৩ দিন পর গত মঙ্গলবার রোগীকে দেখতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের নজরে পড়ে যে শ্রীনিবাসের চোখের তলায় গালে একটা ব্যান্ডেজ করা। এটা তো ছিলনা। এখানে কিসের ক্ষত তৈরি হল আইসিইউতে। প্রশ্ন করেন তাঁরা।

যার উত্তরে মুম্বইয়ের ঘাটকোপারে বৃহন্মুম্বই পুরসভা পরিচালনাধীন রাজাওয়াড়ি হাসপাতালের কর্মীরা জানান ওই যুবকের গালে ইঁদুর কামড়ে দিয়েছে। ফলে সেখানে একটি ক্ষত তৈরি হয়েছে। তাই ব্যান্ডেজ করতে হয়েছে।


ওই হাসপাতালের কর্মীদের দাবি সামান্য সময়ের জন্য আইসিইউ-র দরজা খুলে রেখেছিলেন তাঁদেরই এক কর্মী। তাঁদের মনে হচ্ছে সে সময় ইঁদুরটি ঢুকে পড়ে।

ইঁদুরের কামড়ে ক্ষত তৈরি হলেও হাসপাতালের চিকিৎসকরা পরে শ্রীনিবাসের পরিবারকে আশ্বস্ত করে জানান চিন্তার কিছু নেই। ক্ষত ঠিক হয়ে যাবে। বুধবার রাতের দিকে শ্রীনিবাসের মৃত্যু হয়।


হাসপাতালের আইসিইউ-তে ঢুকে একটা ইঁদুর এক রোগীর গালে কামড়ে দিয়ে গেল আর কেউ কিছু টের পেলেন না? এ প্রশ্নের কোনও সদুত্তর কিন্তু হাসপাতাল দিতে পারেনি।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। তাদের মুম্বই শাখার তরফে একটি অভিনব প্রতিবাদ মিছিল করা হয়েছে। তাতে মিছিলে অংশগ্রহণকারী আপ কর্মীরা ইঁদুরের মত করে সেজেছিলেন। তাঁরা ওভাবে বৃহন্মুম্বই পুরসভায় হাজির হয়ে সেখানে ইঁদুর ধরার খাঁচা উপহার দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button