ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এদিন মা-ছেলের বিরুদ্ধে আয়কর তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি বার করত দ্যা অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড। সেই অ্যাসোসিয়েট জার্নালস সংস্থাকে কিনে নেয় ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বিক্রি হয় ৫০ লক্ষ টাকায়। অথচ সেই সময়ে দ্যা অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড-এর বাজার মূল্য ছিল ২ হাজার কোটি টাকার বেশি। এই ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর আবার ২ ডিরেক্টর হলেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।
২০১২ সালে জলের দরে দ্যা অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড কেনার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, যেভাবে জলের দরে দ্যা অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড-এর মালিকানা সনিয়া, রাহুলের হাত ধরে আদপে কংগ্রেসের ঘরে গেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই মামলায় পাটিয়ালা হাউস কোর্ট সনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে দিল্লি হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছিলেন মা-ছেলে। সেই মামলায় এদিন নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল দিল্লি হাইকোর্ট।