ফের এদিন বাড়ল সংক্রমণ, মহারাষ্ট্রেই ১০ হাজার
দেশে এদিন ফের বাড়ল দৈনিক সংক্রমণ। এই নিয়ে পরপর ২ দিন বাড়ল সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যু এদিন কমেছে। তবে তা নগণ্য।
দেশে এদিন নিয়ে পরপর ২ দিন টানা বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫৪ হাজার ৬৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।
এদিন ১৮ লক্ষ ৫৯ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৫০ হাজার কমেছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যাও কমেছে। তবে তা ওই খাতায় কলমে। বলা ভাল গতদিনের মতই রয়ে গেছে সংখ্যাটা।
দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশে দাঁড়িয়ে আছে।
এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০৮ জনের। এছাড়া কর্ণাটকে ১২৩ জনের, কেরালায় ১৫০ জনের ও তামিলনাড়ুতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যে দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৬ হাজার ১৩৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮৮৫ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৬১ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা