National

কমেও ৫০ হাজারের ওপরই রইল দৈনিক সংক্রমণ

দেশে এদিন কিছুটা কমল দৈনিক সংক্রমণ। তবে কমেও ৫০ হাজারের ওপরই রয়ে গেল সংক্রমণ। দেশে দৈনিক সংক্রমণ কার্যত একই রয়ে গেছে।

দেশে পরপর ২ দিন টানা দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর এদিন সামান্য কমেছে। তবে ৫০ হাজারের ওপরই রয়ে গেছে সংক্রমিতের সংখ্যা।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫১ হাজার ৬৬৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫ জন।


এদিন ১৭ লক্ষ ৩৫ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। তবে তা ওই খাতায় কলমে। বলা ভাল গতদিনের মতই রয়ে গেছে সংখ্যাটা।


দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩১ শতাংশ।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের। এছাড়া কর্ণাটকে ১৩৮ জনের, কেরালায় ১৩৬ জনের ও তামিলনাড়ুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৪ হাজার ১৮৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.০৩ শতাংশ।

এদিকে দেশে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৫২৭ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৬৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button