প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে হানা দিল সিবিআই। যদিও মামলাটি চিদম্বরম নয়, তাঁর ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে। অভিযোগ, পিটার মুখার্জী ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জীর আইএনএক্স মিডিয়াকে এফডিআই ছাড়পত্র পাইয়ে দেওয়া হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে। সেই সময়ে পি চিদম্বরম ছিলেন অর্থমন্ত্রী। তাঁরই মন্ত্রকের বেশ কয়েকজন আধিকারিক এই ঘটনায় জড়িত ছিলেন। এই পুরো কাজটি হয় কার্তি চিদম্বরমের প্রত্যক্ষ মদতে। সিবিআই কার্তি সহ অর্থমন্ত্রকের বেশ কয়েকজন আধিকারিক ও শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণী মুখার্জীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার মামলা দায়ের করেছে। সেইসঙ্গে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও টাকা পাচারের অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে। সে নিয়েও এদিন তৎপরতা দেখিয়েছে সিবিআই। চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে সিবিআই হানার সঙ্গে সঙ্গে দিল্লি, মুম্বই ও গুরুগ্রামেও অর্থমন্ত্রকের আধিকারিকদের বাড়িতে এদিন হানা দেয় সিবিআই। এদিকে তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন পি চিদম্বরম। তাঁর দাবি, এসসব কোনও সংস্থাতেই তাঁর ছেলের কোনও শেয়ার পর্যন্ত ছিলনা।