
মেঘে ঢাকা পড়ার আশঙ্কা একটা ছিল। তবে শেষপর্যন্ত তা হয়নি। ফলে সূর্যের গা বেয়ে গুটি গুটি পায়ে বুধের পথচলা চাক্ষুষ করতে শহরবাসীর কোনও সমস্যা হয়নি। দুপুর থেকেই সকলে কোমর বেঁধে তৈরি ছিলেন এই মহাজাগতিক বিস্ময় দেখার আশায়। হলও তাই। ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেলের ঢলতে থাকা সূর্যের গা বেড়ে ক্ষুদে তিলের মত শুরু হল বুধের পথচলা। কেউ তখন ছাদে, কেউবা মাঠে, কেউবা বারান্দা থেকেই উঁকি দিচ্ছেন পশ্চিম আকাশে। তবে দেখা মিললেও বিন্দুর মত বুধগ্রহ এতই ছোট আকারে দেখা দিয়েছে যে সূর্যের গায়ে তাকে খুঁজে পেতেই অনেকে হিমসিম খেতে যান। তবে সবমিলিয়ে বিস্ফারিত চোখেই এমন বিরল দৃশ্য চাক্ষুষ করেছেন তাঁরা। আবার ২০৩২ সালে এভাবেই সূর্যের গা বেয়ে হেঁটে বেড়াবে বুধ। যা চাক্ষুষ করার সুযোগ পাবেন ভারতবাসী।