মাঠে এটা কী পড়ে আছে, ভয়ে পালালেন কৃষক
মাঠে প্রতিদিনের মত চাষ করতে এসে চমকে উঠলেন এক কৃষক। মাঠে যা পড়ে আছে তা কী বুঝতে না পেরে তিনি ভয়ে সেখান থেকে ছুট দেন। খবর দেন পুলিশে।
পুরোটা আস্ত নেই। একটু এদিক ওদিক করেই পড়েছে। তবে বোঝা যাচ্ছে এ জিনিস আকাশ থেকেই নেমেছে মাটিতে। কারণ তাতে প্যারাসুট লাগানো রয়েছে। সেই প্যারাসুটেই ভরসা করে বস্তুটি নেমে এসেছে। রয়েছে একটা বাক্স। তার গায়ে বেশ কিছু জিনিস লেখা। রয়েছে ফোন নম্বরও।
এমন এক অজ্ঞাত জিনিস দেখে সকলেই হতবাক। প্রথমে অবশ্য সেটি নজরে পড়ে এক কৃষকের। তাঁরই ক্ষেত জমির ওপর পড়েছিল প্যারাসুট সহ সবকিছু। তিনি মাঠে গিয়ে সেটা দেখার পর ভয় পেয়ে যান। ছুট দেন পুলিশের কাছে। পুলিশ এসে পুরোটা পরীক্ষা করে দেখে।
পরীক্ষা করতে গিয়ে যে বাক্সটি পড়েছিল তার গায়ে একটি ফোন নম্বর পায় পুলিশ। সেই নম্বরে ফোন করা হয়। জানা যায় ওটি দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের জিনিস।
ফোন পাওয়ার পর হায়দরাবাদে অবস্থিত সংস্থা পুলিশকে জানায় তারা যেন প্যারাসুট সহ যা পাওয়া গেছে সবটা একত্রিত করে তাদের কাছে অবিলম্বে পাঠিয়ে দেয়। পুলিশ সেইমত সবটুকু গুটিয়ে কুরিয়ার করে দেয়।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়পুরা জেলার বাসবানা বাগেওয়াড়ি গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান ওটি আবহাওয়া পর্যবেক্ষণের কারণে ব্যবহার করা হচ্ছিল।
আবার এমনটাও হতে পারে যে সেটি কোনও পরীক্ষামূলক কারণে ওড়ানো হয়েছিল। তবে সঠিক কারণ অজানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা