গত দিনের চেয়ে ৭.৬ শতাংশ কমে ৪০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ
দেশে আরও একটু কমল সংক্রমণ। আগের দিনের তুলনায় ৭.৬ শতাংশ কমেছে সংক্রমণ। নেমেছে ৪০ হাজারের নিচে। দেশে এদিন আরও কমেছে মৃত্যু।
দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ খুব ধীর গতিতে নামছে। এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় ৭.৬ শতাংশ কমেছে।
দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৭৯৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯ জন।
এদিন ১৫ লক্ষ ২২ হাজার ৫০৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ৩ লক্ষ কমেছে।
এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৭২৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।
এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০৬ জনের। মহারাষ্ট্র ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩ হাজার ২৭৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৭১ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশ।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.১১ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা