২ দিন পর সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
পরপর ২ দিন বাড়ার পর অবশেষে এদিন ফের সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত দিনের তুলনায় এদিন ৫.৪ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ।
দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ খুব ধীর গতিতে নামছে। কোনও কোনও দিন কমতে থাকা সংক্রমণ লাফিয়ে বেড়েও যাচ্ছে। এদিন অবশ্য টানা ২ দিন বাড়ার পর দৈনিক সংক্রমণ তার আগের দিনের তুলনায় ৫.৪ শতাংশ কমেছে।
দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৩৯৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০ জন।
এদিন ১৭ লক্ষ ৯০ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ১ লক্ষ কমেছে।
এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ৯১১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।
এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।
একদিন বাড়ার পর দেশে এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১ হাজার ৯৭৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৪৯ শতাংশে।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৪৫৯ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লক্ষ ৮৮ হাজার ২৮৪ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.১৯ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা