জলের তলায় কনের গ্রাম, উপায় বার করে বিয়ে করলেন পাত্র
জলের তলায় চলে গেছে কনের গ্রাম। এই অবস্থায় বিয়ের আয়োজন সম্ভব নয়। ২ পক্ষই স্থির করেন আপাতত স্থগিত বিয়ে। কিন্তু বর তাতে রাজি নন। বার করলেন অভিনব উপায়।
বন্যায় ভাসছে চারধার। গ্রামের পর গ্রামে জল ঢুকছে। রাতারাতি জলের তলায় যাচ্ছে গ্রাম। চারিদিকে শুধু জল আর জল। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানোই বড় কথা। সেখানে বিয়ে!
অনেকেই বলবেন প্রশ্নই উঠছে না। এদিকে শুক্রবার বিয়ের দিন অনেক আগেই স্থির হয়েছিল। বন্যার এমন পরিস্থিতি দেখে বর ও কনে পক্ষ স্থির করে এভাবে বিয়ে হওয়া সম্ভব নয়।
কনের গ্রাম তো জলের তলায়! কিন্তু বেঁকে বসেন বর। তিনি ২ পরিবারকেই জানিয়ে দেন বিয়ে হবেই। আর তার উপায়ও তাঁর মাথায় এসেছে।
পাত্র প্রবীণ কুমার ২ পরিবারকে জানান তিনি একটি নৌকার বন্দোবস্ত করেছেন। ২ পরিবারের মুষ্টিমেয় মানুষের উপস্থিতিতে সেই নৌকাতেই হবে বিয়ে। বানভাসি গ্রামে নৌকায় ভেসে বিয়ের সব রীতিনীতি পালিত হবে।
পাত্রের ইচ্ছা মেনে নেয় ২ পক্ষই। জলে ভেসে নৌকায় শুরু হয় বিয়ে। একে একে সব রীতিই পালিত হয়। নৌকার গলুইতেই সাতপাক নেন বর-কনে। সিঁদুরদান করে বিয়ে সমাপ্ত হয়।
বিয়ে হওয়ার পর ওই নৌকা নিয়েই বর সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে রওনা দেন নিজের গ্রামে। সঙ্গে পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উত্তর বিহারের মুজফ্ফরপুরে। এখানেই আর্থা গ্রামে ছিল কনের বাড়ি। সে গ্রাম জলের তলায়। তবে সেখানেই নৌকায় বিয়ে করে সেই নৌকায় করে কনে হাজির হন তাঁর শ্বশুরবাড়ি সাকরা মুরাউল গ্রামে।
প্রবীণ কুমার জানিয়েছেন, তাঁদের কাছে এই বিয়ে চিরকাল মনে রাখার মত হয়ে থাকবে। তিনি তাঁদের এই বিয়ের ভিডিও সোশ্যাল সাইটে আপলোডও করেন। যা এখন ভাইরাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা