National

একদিনে লাফিয়ে বাড়ল মৃত্যু, সংক্রমণ সামান্য কমল

কমলেও তা অতি সামান্য। দেশে দৈনিক সংক্রমণ প্রায় একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে চিন্তা বাড়িয়ে গত একদিনে লাফিয়ে বেড়েছে দৈনিক মৃত্যু।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ কমলেও দ্বিতীয় ঢেউ যে এখনও বিদায় নেয়নি তা দৈনিক পরিসংখ্যান থেকেই স্পষ্ট। দৈনিক সংক্রমণ কোনও দিন কমছে, আবার বেড়েও যাচ্ছে।

গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ কমেছে। তবে তা অতি সামান্য। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন।


এদিন ১৯ লক্ষ ৫৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে দেড় লক্ষের ওপর বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় অনেকটা বেড়েছে। মৃত্যু ফের ১ হাজার পার করে গেছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।


এদিন দেশে দৈনিক মৃত্যু সংখ্যার এতটা বৃদ্ধির কারণ সেই পুরনোই। মহারাষ্ট্রে মৃত্যু বাড়া মানেই দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৩০ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

একদিন বাড়ার পর দেশে এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩ হাজার ৬৯৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৪৮ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে আছে ৯৭.২০ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button