National

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল, ৩ কোটি পার সুস্থতা

দেশে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও। এদিকে এদিন ৩ কোটি পার করল করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ কমলেও দ্বিতীয় ঢেউ যে এখনও বিদায় নেয়নি তা দৈনিক পরিসংখ্যান থেকেই স্পষ্ট। দৈনিক সংক্রমণ অল্প অল্প করে কমছে। আবার মাঝে মাঝে বেড়েও যাচ্ছে।

গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ কমেছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৭ হাজার ১৫৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬ জন।


এদিন ১৪ লক্ষ ৩২ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ৪ লক্ষ কমেছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় অনেকটা কমেছে। মৃত্যু হয়েছে ৭২৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। মহারাষ্ট্র ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।


এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩ হাজার ২১৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৪৬ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ৩ কোটি পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২২ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button