National

গরুর গাড়ি থেকে সোজা রাস্তায় আছাড় খেলেন নেতা

গরুর গাড়িতে চড়ে চলছিল আন্দোলন। সেই গরুর গাড়ি থেকেই টাল সামলাতে না পেরে সোজা রাস্তায় আছাড় খেয়ে পড়লেন এক নেতা।

কেউ ছুটে এলেন নেতাকে ধরে তুলতে। কেউ আবার কাণ্ড দেখে মুখ টিপে হেসেই চলেছেন। এদিকে রাস্তায় পড়ে নেতার হাল বেহাল। চোট পান তিনি।

যদিও গরুর গাড়ি থেকে সোজা রাস্তার ওপর আছাড় খেয়ে পড়লেও সে তুলনায় আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।


এদিকে আন্দোলন মাথায় ওঠে। আন্দোলন থামিয়ে তখন নেতাকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন দলীয় কর্মীরা।

জ্বালানির মূল্যবৃদ্ধিকে সামনে রেখে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলই আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনে রয়েছে কংগ্রেসও।


কংগ্রেসর তরফে তেলেঙ্গানার মেডাক শহরে এমনই একটি আন্দোলন করা হয়। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী দামোদর রাজানরসীমা।

ডাকসাইটে এই নেতা এদিন গরুর গাড়ি নিয়ে আন্দোলন করেন মেডাক শহরের রাস্তায়। মনে করা হচ্ছে তিনি ছাড়া গরুর গাড়িতে দলের এত কর্মী উঠে পড়েছিলেন যে ধাক্কাধাক্কিতে রাজানরসীমা টাল সামলাতে পারেননি।

প্রসঙ্গত তেলেঙ্গানা জুড়েই কংগ্রেস জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন চালাচ্ছে। কখনও গরুর গাড়ি, কখনও সাইকেলে চেপে আন্দোলন করছে তারা।

আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন নেতা গ্রেফতারও হয়েছেন। শুধু কংগ্রেস বলেই নয় দেশের অন্যান্য দলও এই জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে।

পশ্চিমবঙ্গেও তৃণমূলের তরফে আন্দোলন চলছে। কেন্দ্রের বিরুদ্ধে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছে দেশের প্রায় প্রতিটি বিরোধী দলই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button