National

ভারতের প্রথম করোনা রোগীর আবার করোনা

ভারতের প্রথম করোনা রোগীর আবার করোনা হল। অনেককেই তা অবাক করেছে। পরীক্ষা করতেই ওই ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তিনিই ছিলেন দেশের প্রথম করোনা রোগী।

ভারতের প্রথম করোনা রোগী ধরা পড়ে দেড় বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে। দিনটা ছিল ২৭ জানুয়ারি। ওইদিন তাঁর করোনা ধরা পড়ে। তাঁকে দ্রুত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

২০ বছরের ওই তরুণী চিনের উহান থেকে দেশে ফেরেন। উহানে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। কেরালার বাসিন্দা ওই তরুণী উহানে করোনা ছড়ানোর পর আর ঝুঁকি না নিয়ে দেশে ফেরেন।


তবে ততক্ষণে ওই তরুণী করোনা সংক্রমিত ছিলেন। পরে তিনি হাসপাতালে সুস্থও হয়ে ওঠেন। কেরালার ওই তরুণীই ছিলেন দেশের প্রথম করোনা রোগী।

ওই তরুণী এরপর আর উহানে ফেরত যাননি। তিনি সেখানে পড়াশোনা অনলাইনেই করছেন। একটি কাজে দিল্লি যাওয়ার জন্য তাঁর বিমান ধরার ছিল।


বিমানে ওঠার জন্য করোনা রিপোর্ট জরুরি। তরুণী তাই পরীক্ষা করান। আর তাতেই দেখা যায় তিনি ফের করোনা সংক্রমণের শিকার। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ।

দিল্লি যেতে পারেননি ওই তরুণী। আপাতত তিনি ফের আইসোলেশনে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি উপসর্গহীন করোনা রোগী। চিন্তার খুব বেশি কারণ নেই। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ওই তরুণী এখন করোনা টিকার একটি ডোজও নেননি। নেওয়ার চিন্তাভাবনা করছিলেন। আর ঠিক তখনই তাঁর করোনা ধরা পড়ল।

তবে তাঁর দেহে করোনার কোনও উপসর্গ নেই। পরীক্ষা না করলে ওই তরুণী হয়তো জানতেও পারতেন না তিনি করোনা আক্রান্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button