দেশে গত দিনের চেয়ে ৬.৮ শতাংশ কমল সংক্রমণ, কমল মৃত্যুও
দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। গত দিনের তুলনায় ৬.৮ শতাংশ কম হয়েছে এদিনের সংক্রমণ। অন্যদিকে গতদিনের চেয়ে মৃত্যু সংখ্যা কমল।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। গত একদিনে দৈনিক সংক্রমণ কমেছে। গত দিনের তুলনায় ৬.৮ শতাংশ কমেছে সংক্রমণ।
দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৮ হাজার ৯৪৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯ জন।
এদিন ১৯ লক্ষ ৫৫ হাজার ৯১০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে কিছুটা বেড়েছে।
দেশে মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।
এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭০ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।
এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। এদিন কমেছে ১ হাজার ৬১৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৪২২ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে ১.৩৯ শতাংশে।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ২৬ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। সুস্থতার হার এদিন গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে আছে। রয়েছে ৯৭.২৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা