চার ধাম যাত্রা করতে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। গঙ্গোত্রী দেখে ফিরছিলেন। উত্তরকাশীর কাছে ধারাসুতে পাহাড়ি রাস্তা দিয়ে আসার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাসটি। একপাশে গভীর খাদ। টাল সামলাতে না পেরে পুণ্যার্থী বোঝাই বাস উল্টে যায় ২৫০ মিটার গভীর খাদে।
পুলিশ জানিয়েছে বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন। যারমধ্যে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা বেঁচে নেই বলেই আশঙ্কা করছে পুলিশ। সন্ধে নামায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। পাহাড়ের ঢাল বেয়ে উদ্ধারকারীরা খাদে নামতে পারেননি।
এদিকে ভাগীরথী নদীর জলস্তর ভাল থাকায় উদ্ধারকাজে সমস্যা হবে বলেই মনে করছে পুলিশ। ঘটনার পর মৃতের পরিবার পিছু ১ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।