অপারেশনে গাফিলতি, পেটে থাকা কাপড়ের টুকরোয় মৃত্যুর মুখে মহিলা
অপারেশন হয়েছিল সাড়ে ৬ মাস আগে। তখনই পেটে রয়ে গিয়েছিল কাপড়ের টুকরো। যার জেরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক মহিলা।
মা হওয়ার সুখটা ভাল করে এই কদিনে উপভোগই করতে পারলেননা এক বছর ৩০-এর মহিলা। গত ৬ জানুয়ারি মা হন তিনি। সিজার করেই হয় সন্তানের পৃথিবীর আলো দেখা। তারপর পেটের যে অংশ কাটা হয়েছিল সেখানে স্টিচ করে দেওয়া হয়।
এমন সিজার অগুন্তি হচ্ছে বিশ্বজুড়ে। তারপর সব ঠিকও হয়ে যায়। মা তাঁর সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।
সন্তানের জন্মের পর থেকে প্রায় দিনই ওই মহিলা পেটে যন্ত্রণার কথা বলতেন। প্রথম দিকে সন্তান প্রসবের পর কোনও সমস্যা বলে মনে করে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে চায়নি পরিবার। কিন্তু তা চরম পর্যায়ে পৌঁছনোয় অবশেষে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
চিকিৎসকেরা দেখেন তাঁর পেটের মধ্যে রয়ে গেছে একটি কাপড়ের টুকরো। যা এই সাড়ে ৬ মাস তাঁর পেটেই রয়ে গিয়েছিল। কারণ ৬ জানুয়ারি তাঁর পেটে স্টিচ করার আগে চিকিৎসকেরা দেখে নেননি যে পেটে একটি কাপড়ের টুকরো রয়ে গেল।
ফের অপারেশন করে সেই কাপড়ের টুকরো বার করা হলেও নীলম নামে ওই মহিলা এখনও আশঙ্কামুক্ত নন। এই ঘটনা জানতে পেরে তাঁর স্বামী পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ তদন্ত শুরু করেছে। তথ্যপ্রমাণ হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি হাসপাতালে। এখন ওই মহিলা লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা