ভারতের আকাশে বিস্ফোরক বোঝাই ড্রোন, গুলি করল পুলিশ
ভারতের আকাশে সন্দেহজনক ড্রোনের আনাগোনা বেড়েছে। শুক্রবার রাতেই এমন একটি ড্রোন গুলি করে নামিয়েছে পুলিশ। ড্রোনটি সম্বন্ধে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
কদিন আগেই জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল। তারপর বেশ কয়েকবার ভারতের আকাশে ড্রোনের দেখা মিলেছে। এগুলো পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ বলেই মনে করা হচ্ছে।
সন্ত্রাসবাদীরা এই ড্রোন বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করছে বলে মনে করছে জম্মু কাশ্মীর পুলিশ। এমনই একটি ড্রোন শুক্রবার রাত ১টা নাগাদ অন্ধকারকে কাজে লাগিয়ে ঢুকেছিল ভারতের আকাশে। পাক সীমান্তের কাছে আখনুর এলাকায় সেই ড্রোনটিকে দেখতে পায় পুলিশ। তখনই সেটিকে গুলি করে নামায় তারা।
পুলিশ জানাচ্ছে ওই ড্রোনটিতে ৫ কেজি আইইডি বাঁধা ছিল। বোঝাই যাচ্ছে যে নাশকতা চালাতে ড্রোনটি ভারতের আকাশে প্রবেশ করেছিল।
যেভাবে আইইডি বাঁধা ছিল তাতে পুলিশের ধারণা ওটির সঙ্গে কিছু তার যোগ করতে পারলেই বড়সড় বিস্ফোরণ ঘটানো যেত। হয়তো কাউকে ওই ড্রোনের মাধ্যমে আইইডি পাঠানো হচ্ছিল বলেই মনে করছে পুলিশ। যদিও ঠিক কার কাছে আসছিল সেটি তার খোঁজ মেলেনি।
পুলিশ জানিয়েছে ড্রোনটির সে সিরিয়াল নম্বর তারা পেয়েছে তার সঙ্গে কদিন আগেই আখনুর সেক্টরে গুলি করে নামানো ড্রোনের সিরিয়াল নম্বর মিলে যাচ্ছে। কেবল একটি নম্বর বাদ দিয়ে।
পুলিশের ধারণা জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠী অনেকগুলি ড্রোন জোগাড় করেছে ভারতে নাশকতা চালানোর জন্য। সেগুলিই একের পর এক ভারতের আকাশে দেখা যাচ্ছে।
এদিন যে ড্রোনটি নামানো হয় সেটি হেক্সাকপ্টার। যার ৬টি ডানা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা