তৃণমূল বিধায়কের স্ত্রীর প্রায় ২ লক্ষ টাকা, সোনার হার ডাকাতি
ডাকাতি হয়ে গেল তৃণমূল বিধায়কের স্ত্রীর ব্যাগে থাকা প্রায় ২ লক্ষ টাকা, সোনার হার, আইফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র। নাটকীয় ভাবে হয় ডাকাতি।
বিশেষ প্রয়োজনে স্বামীর সঙ্গে তিনিও এখন দিল্লিতে। দিল্লির ওবেরয় হোটেলে রয়েছেন স্বামী-স্ত্রী। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী কণিকা গুপ্তা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন একটি কাজে। ব্যাগে ছিল ১ লক্ষ ৮৬ হাজার টাকা, একটি সোনার চেন, একটি আইফোন ও বেশ কিছু দরকারি কাগজপত্র।
পুলিশ জানাচ্ছে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কণিকা গুপ্তার কাছ থেকে তারা ফোন পায়। সেখানেই কণিকা গুপ্তা ডাকাতির অভিযোগ করেন।
দুপুর সওয়া ২টো নাগাদ দিল্লির ডিফেন্স কলোনি ফ্লাইওভারের ওপর দিয়ে কণিকা গুপ্তা গাড়িতে যাচ্ছিলেন। সেসময় তাঁর গাড়ির চাকা ফাটে।
পুলিশ জানাচ্ছে চাকাতে গুলি করা হয়। মোটরসাইকেলে থাকা একজন গুলি চালিয়ে টায়ার ফুটো করে দেয়। ফলে গাড়িটি দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। চালক গাড়ি সাইড করে নিচে নামেন।
কণিকা গুপ্তার গাড়ির চালক গাড়ি থেকে নেমে টায়ার পরীক্ষা করা শুরু করেন। তখন গাড়ির মধ্যই বসেছিলেন কণিকাদেবী।
গাড়ির মধ্যে বসে দমবন্ধ লাগায় কণিকা গুপ্তা গাড়ি থেকে নিচে নেমে আসেন। খোলা রাস্তায় দমবন্ধ ভাব কাটাতে নেমে দাঁড়ান।
অভিযোগ তখনই তাঁর ব্যাগ নিয়ে চলে যায় ওই মোটরসাইকেল আরোহী। ঘটনার কথা পুলিশকে বিস্তারিতভাবে জানিয়েছেন বিধায়ক পত্নী।
কণিকা গুপ্তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা