প্রকাশিত হল আইসিএসই, আইএসসি-র ফল, ইতিহাস গড়ল সাফল্য
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে আগেই। ২ ক্ষেত্রেই পাশের হার ইতিহাস ছুঁয়েছে। অন্যথা হল না আইসিএসই এবং আইএসসি-র ফলাফলের ক্ষেত্রেও।
সর্বভারতীয় বোর্ড আইসিএসই এবং আইএসসি-র ফল প্রকাশিত হল শনিবার। এ রাজ্যের বোর্ড পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যে পাশের হার দেখা গেছে তা সর্বকালীন রেকর্ড।
যদিও এবার করোনার জন্য পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষায় নম্বর দেওয়া হয়েছে। সেইমত ফল প্রকাশ হয়েছে।
ঠিক তেমনই হয়েছে আইসিএসই এবং আইএসসি-র ক্ষেত্রেও। সর্বভারতীয় এই ২ বোর্ডের পরীক্ষার আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মাধ্যমিকের চেয়ে দশমিক ০.০২ শতাংশ কম। কারণ মাধ্যমিকে এবার ১০০ শতাংশ পাশ করেছে।
অন্যদিকে এদিন আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলও প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৯.৭৬ শতাংশ।
আইএসসি পরীক্ষা উচ্চমাধ্যমিক সমতুল। তবে ফলাফলে উচ্চমাধ্যমিকে এবার পাশের হার হয়েছে ৯৭.৭ শতাংশ। যা আইএসসি-র পাশের হারের চেয়ে অনেক কম।
করোনার কথা মাথায় রেখে এবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও হয়নি। তাই এবার পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করার কোনও প্রশ্ন উঠছে না। তবে মোট নম্বরে ভুল থাকলে তার আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা।
এবার পরীক্ষা হয়নি বলে অবশ্য মেধা তালিকা প্রকাশ করেনি আইসিএসই এবং আইএসসি বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই-র ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবে।
ওয়েবসাইটটি হল সিআইএসসিই ডট ওআরজি। এছাড়া আরইএসিউএলটিএস ডট সিআইএসসিই ডট ওআরজি-তে ঢুকেও নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা