ঘড়ির কাঁটায় বিকেল পৌনে ছ’টা। বিহারের নালন্দা জেলার হারনত বাজারের কাছে যানজটে দাঁড়িয়েছিল একটি যাত্রী বোঝাই বাস। আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। মুহুর্তে আগুন গোটা বাসটিকে গ্রাস করে। আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন। অনেকে আবার সেই ছবি মোবাইল ক্যামেরায় বন্দিও করে নেন। এদিকে বাসটি এত দ্রুত আগুনের গ্রাসে চলে যায় যে বাসের মধ্যে থাকা যাত্রীরা কেউ বার হওয়ার সময়টুকুও পাননি। বাসের মধ্যেই ৮ জন ঝলসে মারা যান। যারমধ্যে একটি শিশুও রয়েছে। শেখপুরা জেলার বারবিঘা থেকে বাসটি আসছিল। বাসের মধ্যে থাকা বাকি যাত্রীরা অনেকেই পুড়ে গেছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাড়তে পারে মৃতের সংখ্যা। এদিকে এভাবে আচমকা একটি বাসে আগুন রাজ্যের ব্যক্তিগত মালিকানাধীন বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ঘটনা শোনার পর বিহার সরকারের তরফে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে।