National

একদিনের স্বস্তিতে ইতি, দেশে লাফিয়ে বাড়ল সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ ১৩২ দিনের মধ্যে সবচেয়ে নিচে নেমেছিল আগের দিন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা ৪৭ শতাংশ বেড়ে গেল।

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।

এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বেড়েছে ৪৭ শতাংশ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬০৫ জন।


এদিন ১৭ লক্ষ ৩৬ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ১৬ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা।

আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে মৃত্যুও। গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২২ হাজার ২২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।


এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। কেরালায় একদিনে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এক ধাক্কায় কমার পর ফের এদিন বেড়ে গেল। এদিন বাড়ল ১ হাজার ৩৩৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.২৭ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৬৭৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.৩৯ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button