
প্রধানমন্ত্রীর বিএ পাশ বিতর্কে জল ঢেলে বিজেপি খোলাখুলিই জানিয়ে দিল দুবার ফেল করার পর বিএ পাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বারবার প্রধানমন্ত্রীর ভুয়ো মার্কশিট রয়েছে বলে দাবি করে বিতর্ক উস্কে দিচ্ছিলেন। ফলে দেশ জুড়ে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সোমবার সেই বিতর্ক থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর বিএ ও এমএ পাশের মার্কশিট, রেজাল্ট নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁদের দাবি প্রথম দুবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে না পারলেও তৃতীয় বার পাশের জন্য প্রয়োজনীয় নম্বর তুলে নেন নরেন্দ্র মোদী। তিনি যে কোনোক্রমে তৃতীয় শ্রেণিতে পাশ করার মত নম্বর তুলেছিলেন তার প্রমাণ দিতে মার্কশিটও তুলে ধরেন তাঁরা। তবে এতেও চিঁড়ে ভেজেনি। অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এসব ডিগ্রিও ভুয়ো। কারণ এক একটি মার্কশিটে এক এক রকম নাম দেখা গেছে নরেন্দ্র মোদীর।