National

গতদিনের তুলনায় ৯ শতাংশ কমল সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমল। গতদিনের তুলনায় ৯ শতাংশ কমেছে সংক্রমণ। অন্যদিকে দেশে মৃত্যু কিছুটা হলেও কমেছে। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও।

আগের দিনের তুলনায় ৯ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। এমনটাই চলছে। কয়েক হাজারের ব্যবধানে কোনও দিন কিছু বেশি তো কোনওদিন কিছু কম। এভাবেই ঘুরপাক খাচ্ছে দেশে দৈনিক সংক্রমণ। খুব একটা কমার কোনও লক্ষণ কিন্তু নেই। দেখা যাচ্ছে অধিকাংশ সময় ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৫ হাজার ৪৯৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন।


এদিন ১৩ লক্ষ ৭১ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিন আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ কম হয়েছে নমুনা পরীক্ষা।

কমেছে একদিনে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।


মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫১ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৪ হাজার ৬৩৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার ১.২৭ শতাংশ থেকে কমে হয়েছে ১.২৬ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৮৬ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৪৫৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪০ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button