১২৬ বিঘা জমির মালিক পায়রারা, তারাই সংসার চালাচ্ছে প্রচুর মানুষের
তাদের নামে রয়েছে ২৭টি দোকান। রয়েছে ১২৬ বিঘা জমি। এছাড়া ৩০ লক্ষ টাকা মত নগদ রয়েছে ব্যাঙ্কে। সবই ওই পায়রাদের নামে।
কোটিপতি পায়রারাই এখন মানুষকে দেখছে। গরুদের নিশ্চিন্তে রাখছে। পায়রারা না থাকলে অনেক মানুষ বেকার হয়ে যেতেন। তাঁদের পরিবার চলছে পায়রাদের কৃপায়।
মালিক পায়রাদের কৃপায় নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে ৪০০টি গরু। হবে নাই বা কেন! এই কোটিপতি পায়রাদের সম্পত্তি শুনলে অনেকের মাথাই ঘুরে যেতে পারে।
তাদের নামে রয়েছে শহরের ২৭টি দোকান। রয়েছে ১২৬ বিঘে জমি। এছাড়া ৩০ লক্ষ টাকা মত নগদ রয়েছে ব্যাঙ্কে। তাও ওই পায়রাদের নামে।
শুনলে অবাক হবেন অনেকেই। কিন্তু এইসব কোটিপতি পায়রাদের দৈনন্দিন খাওয়ার জন্য উৎকৃষ্ট মানের শস্য, জল আনা হয়। কারণ ওই পায়রাদের জন্যই গোশালায় গরুদের দেখভাল করে, ১২৬ বিঘে জমিতে চাষ করে আর পুরো সম্পত্তির দেখাশোনা করে অনেক মানুষের সংসার চলে যাচ্ছে। ফলে তাঁদের অন্নদাতা পায়রাদের প্রতি প্রভুভক্তি কম হয় কী করে!
এই পর্যন্ত যা যা পড়লেন তা কিন্তু সর্বৈব সত্য। রাজস্থানের জাসনগর শহরে এমনই কোটিপতি পায়রাদের বাস। বছর ৪০ আগে এক কোটিপতি ব্যবসায়ী এই পায়রাদের যাতে জীবন কাটাতে কোনও সমস্যা না হয় সেজন্য তাদের নামে অনেক সম্পত্তি ট্রাস্ট করে রেখে যান। পায়রারাই এই সম্পত্তির মালিক।
কবুতরন ট্রাস্ট নামে এই ট্রাস্ট মাস গেলে সম্পত্তি থেকে যথেষ্ট অর্থ আয় করে। কেবল দোকান ভাড়া বাবদই আয় হয় মাসে ৮০ হাজার টাকা।
এই গোশালাও পায়রাদেরই সম্পত্তি। সেখানে ৪০০ গরু রয়েছে। প্রতিদিন ৩ বস্তা শস্য কেবল পায়রারাই ভক্ষণ করে থাকে। এমনটাই চলছে গত ৩০ বছর ধরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা