ছোবল মারায় সাপকে কামড়ে দিলেন বৃদ্ধ, পাল্টা দিল সাপও
ছোবল মেরে সাপ চলে যাবে এটা মেনে নিতে পারেননি তিনি। তাঁকে ছোবল মারার শাস্তি সাপকে পেতেই হবে। সে শাস্তি তিনি দিলেনও। এদিকে সাপও ছাড়ার পাত্র নয়।
গত রবিবার বিকেলের কথা। অস্তগামী সূর্যের আলতো আলোয় গ্রামের বাড়ির উঠোনে বসেছিলেন ৬৫ বছরের বৃদ্ধ। সেইসময় কোথা থেকে সেখানে হাজির হয় একটি ছোট্ট সাপ।
দেখেই বোঝা যায় কিছুদিন হল জন্মেছে। এখনও পূর্ণাঙ্গ চেহারা নেয়নি। সে ওই বৃদ্ধের পায়ে ছোবল মারে। ছোবল পড়তে বুঝতে পারেন বৃদ্ধ।
তিনি সময় নষ্ট না করে খপাৎ করে পাকড়াও করেন ছোট্ট সাপটিকে। তারপর তাকে ছোবলের শাস্তি দিতে কামড়ে দেন।
এদিকে বৃদ্ধ মুখে পুড়ে কামড়াতেই সাপও পাল্টা ঘুরে বাঁচার জন্য চেষ্টা চালাতে থাকে। বাঁচতে সাপের ছানাটি ওই বৃদ্ধের মুখেই ছোবল বসাতে থাকে। বৃদ্ধের পরিবারের দাবি ওই সময় ১০টির ওপর ছোবল পড়ে বৃদ্ধের মুখে।
কিন্তু সাপের ছোবল খাওয়ার পর সাপকে পাল্টা কামড় দেওয়ার মত পদক্ষেপ কেন করলেন ওই বৃদ্ধ? তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে রাম মাহাতো নামে ওই বৃদ্ধ তখন মদ্যপ অবস্থায় ছিলেন।
বৃদ্ধকে সময়মত হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো তাঁকে বাঁচানো যেত। কিন্তু পরিবারের দাবি, সাপটিকে বৃদ্ধের মুখ থেকে বার করে সেটিকে পাশের একটি গাছে ছেড়ে দিয়ে তাঁরা রাম মাহাতোকে হাসপাতালে যেতে বলেন।
কিন্তু বৃদ্ধের জবাব ছিল অত ছোট্ট সাপের তেমন বিষ হয়না। তাই তাঁর কিছু হবেনা। একথা বলে তিনি শুতে চলে যান।
পরদিন তাঁর নিথর দেহ ওই ঘরেই মেলে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার মাধোদে গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা