National

২ ঘণ্টার লড়াই, প্রাণ দিয়ে মনিবকে রক্ষা করল শেরু ও কোকো

মনিবকে যে তারা কতটা ভালবাসত তা তারা জীবন দিয়ে প্রমাণ করে গেল। শেরু ও কোকো-র কাহিনি এখন মুখে মুখে ঘুরছে সকলের।

তখন রাত। গোটা এলাকা ঘুমে অচেতন। এই সময় শেরু আর কোকো কিছু একটা দেখে চেঁচাতে শুরু করে। তাদের চেঁচানিতে সজাগ হন দ্বাররক্ষীও।

তিনি দেখেন একটি বিষাক্ত সাপ বাড়ির প্রধান ফটকের সামনে দিয়ে ঢোকার চেষ্টা করছে। শেরু আর কোকোর চেঁচানি উপেক্ষা করে সেটি ঢুকেও পড়ে বাড়ির সামনের দালানে।


আর অপেক্ষা করেনি শেরু-কোকো। তারা ২ জনে ঝাঁপিয়ে পড়ে সাপের ওপর। সাপকে তারা বাড়িতে কিছুতেই প্রবেশ করতে দেবেনা। শুরু হয় লড়াই।

২টি কুকুরের আক্রমণে সাপটিও তখন নিজেকে বাঁচাতে যেমন খুশি ছোবল বসাচ্ছে কুকুর ২টির গায়ে। কুকুররাও ছাড়ার পাত্র নয়, সাপের ছোবল খেয়েও তারা প্রবল প্রতিরোধ তৈরি করে।


এদিকে কুকুরের চিৎকার শুনে তাদের মনিব গৃহকর্তা পেশায় চিকিৎসক রঞ্জন বেরিয়ে আসেন। তিনি বারবার শেরু ও কোকোকে সরে আসতে বলেন। কিন্তু ওরা সরলেই তো সাপ ঢুকে পড়বে বাড়িতে। তা তারা কিছুতেই হতে দেবেনা।

২টি কুকুর ও একটি বিষাক্ত সাপের এই লড়াই চলে প্রায় ২ ঘণ্টা ধরে। প্রায় ২ ঘণ্টা পর অবশেষ সাপটিকে কামড়ে ২ আধখানা করে দেয় কুকুর ২টি। সাপের সেখানেই মৃত্যু হয়।

National News
মনিবের জন্য জীবন দেওয়া শেরু ও কোকো, ছবি – আইএএনএস

এদিকে সাপ নিধনের কয়েক মিনিটের মধ্যেই নেতিয়ে পড়তে থাকে শেরু ও কোকো। তাদের দেহে কম ছোবল বসায়নি সাপটি। ফলে বিষ তাদের দেহে ততক্ষণে ছড়িয়ে পড়েছে।

কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় ২টি কুকুরেও। নিজেরা প্রাণ দিয়েও কিন্তু শেরু আর কোকো বাঁচিয়ে দিয়ে গেল তাদের মনিবকে। মনিবের পরিবারকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জয়রামপুর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button